ভবদিশ চন্দ্র, (নীলফামারী) জলঢাকা, প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা গণের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারবীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এহসানুল হক চানু, বীর মুক্তিযোদ্ধা শিক্ষাবিদ আব্দুল গফ্ফার, বীর মুক্তিযোদ্ধা মাহবুবর রহমান মিন্টু ও সন্তান কমান্ডের আহবাযক আসাদুজ্জামান স্টালিন,প্রমুখ।
শেষে সকল বীর মুক্তিযোদ্ধাগণের হাতে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর ও নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান।
যায়যায়কাল/০১সেপ্টেম্বর২০২২/কেএম
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা