মো. মশিয়ার রহমান, বিশেষ প্রতিনিধি : নীলফামারীর জলঢাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে অ্যাসিসিটিভ ডিভাইস(হুইল চেয়ার) বিতরণ করা হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত ২০২৩ - ২৪ অর্থবছরে বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধি শিশুদের মাঝে অ্যাসিসিটিভ ডিভাইস( হুইল চেয়ার) বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জি আর সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী মিন্টু।
বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এ বি এম সারোয়ার রাব্বি, প্রাথমিক শিক্ষা অফিসার ও সমন্বয়ক শরিফা আক্তার, সহকারী শিক্ষা অফিসার আনোয়ারুল কবির, আনিছুর রহমান, শরিফা আক্তার প্রমুখ। পরে প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী শিশুদের মাঝে অ্যাসিসিটিভ ডিভাইস ( হুইল চেয়ার) বিতরণ করেন প্রধান অতিথিসহ কর্মকর্তাবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা