

মশিয়ার রহমান, বিশেষ প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলার ২নং ডাউয়াবাড়ী ইউনিয়নের নেকবক্ত দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল ইসলাম মুকুল(আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান) এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ এবং অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন ছাত্র,ছাত্রী, অভিভাবক, ও স্থানীয়রা।
সোমবার সকালে নেকবক্ত বাজারের রাস্তায় ঘন্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে অত্র বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে সভাপতির অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সর্বস্তরের ছাত্র ছাত্রী ও অভিভাবক বৃন্দ এই বিক্ষোভ ও মানববন্ধনে আয়োজন করেন।এতে বক্তব্য রাখেন ২নং ডাউয়াবাড়ী ইউনিয়ন শাখার জাতীয়তাবাদী যুবদলের সভাপতি ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য রাসেল,ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজু, বর্তমান ম্যানেজিং কমিটির সদস্য সফিকুল ইসলাম, অত্র বিদ্যালয়ের শিক্ষক যাদু মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র সমাজের আবু সাঈদ, গোলাম রাব্বানী, কামরুজ্জামান,বিদ্যালয়ের অভিভাবক লুৎফুর সম্রাট, ডাঃ ইদ্রিস আলী প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের ছাত্রী শাহাজাদী ও ছাত্র শাহারিয়ার সামজিম,মাহিনসহ আরো অনেকে।
বক্তারা বলেন, আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান বর্তমান সভাপতি সাইফুল ইসলাম মুকুল নিয়ম বিধিমালা তোয়াক্কা না করে ক্ষমতার জোরে বিগত ২৫/৩০ বছর ধরে অত্র প্রতিষ্ঠানের সভাপতি হিসাবে দ্বায়িত্ব পালন করে আসছে। তার অনিয়ম-দুর্নীতির শেষ নেই তিনি শিক্ষক ও কর্মচারী নিয়োগ প্রদানে লাখ লাখ টাকা আত্মাসাৎ করেছেন।
এমনকি প্রতিনিয়ত শিক্ষার্থীদের কাজ থেকে বিভিন্ন উপায় অবলম্বন করে অজস্র টাকা হাতিয়ে নেন। এছাড়াও শিক্ষার্থীদের কাছে প্রসাংশাপত্র, মার্কসিট, উপবৃত্তি করানোর নামে বই প্রদানসহ বিভিন্ন অজুহাতে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এমকি স্কুলের সামনে দোকানের টাকা তুলে আত্মাসাৎ সহ অনেক অনিয়ম, দুর্নীতির অভিযোগ আছে।
এ সময় বক্তারা আরো বলেন, শিক্ষাঙ্গনে শান্তি ফিরিয়ে আনার লক্ষে সভাপতি সাইফুল ইসলাম মুকুলকে দ্রুত অপসারণ ও তার বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানাই। আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি সভাপতিকে অপসারণ করা না হলে পরবর্তীতে কঠিন কর্মসূচি পালন করা হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা