ভবদিশ চন্দ্র, জলঢাকা (নীলফামারী) : নীলফামারীর জলঢাকায় ১৭ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ও একটি মাইক্রোবাস জব্দ করেছেন থানা পুলিশ।
শনিবার ভোর রাতে পৌরসভার বঙ্গবন্ধু চত্ত্বর এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়। আটকৃতরা হলেন- ঝালকাঠি জেলার রাজাপুর থানার কানুদাস কারী এলাকার প্রয়াত তানজের আলীর ছেলে হুমায়ুন (৩৮) ও তার স্ত্রী আর্নিকা আক্তার (২৫), বর্তমান ঠিকানা নীলফামারী হাড়োয়া ৩নং ওয়ার্ড।
জলঢাকা থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম মজুমদার এর নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ পুলিশি চেকপোস্ট স্থাপন করে। পরে জলঢাকা পৌরসভাধীন বঙ্গবন্ধু চত্বরে ঢাকা হাজী বিরিয়ানি হাউজের সামনে থেকে ১৭ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তাঁদের বহনকারী একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।
তাঁদের বিরুদ্ধে জলঢাকা থানার মামলা নং-১৬ ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৯(গ)/৪১ রুজু করে আদালতে প্রেরন করা হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা