নিজস্ব প্রতিবেদক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলােচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়ােজন করা হয়েছে।
শনিবার (২৭ আগস্ট) বিকালে ধানমণ্ডিস্থ রবীন্দ্র সরােবরে কবি নজরুল ইনস্টিটিউটের উদ্যোগে এই আলােচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়ােজন করা হয়।
অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মাে. আবুল মনসুর প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসাবে কবি নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বাের্ডের চেয়ারম্যান খায়রুল আনাম শাকিল উপস্থিত ছিলেন।
আলােচক হিসাবে কবি নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বাের্ডের সদস্য অধ্যাপক বেগম আখতার কামাল উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য প্রদান করেন ইনস্টিটিউটের সচিব (উপসচিব) মাে. রায়হান কাওছার। সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মােহাম্মদ জাকীর হােসেন।
সংগীত পরিবেশন করেন দেশের খ্যাতিমান নজরুল সংগীত শিল্পী ইয়াকুব আলী খান, ফেরদৌস আরা, কল্পনা আনাম, শহীদ কবির পলাশ ও শহীদুল ইসলাম খান। নৃত্য পরিবেশন করেন দেশের খ্যাতিমান নৃত্য শিল্পী ওয়ার্দা রিহাব ও তার দল। আবৃত্তি পরিবেশন করেন খ্যাতিমান আবৃত্তি শিল্পী ভাস্বর বন্দোপাধ্যায় ও কাজী মাহতাব সুমন। অনুষ্ঠান উপস্থাপনা করেন কবি রেজাউদ্দিন স্টালিন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা