শাহদাৎ হোসেন লাল, স্টাফ রিপোর্টার: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মোক্তারপাড়া জেলা বিএনপির স্থায়ী কার্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন সদ্য সাবেক জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা যুবদলের সভাপতি রায়হান কবির ও সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান ও সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল প্রমুখ।
আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি দাদা মোড়ের সামনে থেকে বের হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড় এলাকায় গিয়ে শেষ হয়। র্যালিতে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা