আব্দুল হালিম সেখ: জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি’ সমবেত কণ্ঠে গেয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় সংগীত পরিবেশন করেছে সবুজ কানন স্কুল এন্ড কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার সকাল সাড়ে ১০ টায় পৌর শহরের সবুজ কানন স্কুল এন্ড কলেজে, সবুজ কানন স্কুল এন্ড কলেজের আয়োজনে শিক্ষার্থীদের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সবুজ কানন স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্য মইনুল ইসলাম, অনুষ্ঠান সঞ্চালনা করেন সবুজ কানন স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী শাখা), এস এম এনামুল কবীর।
মানববন্ধনে সবুজ কানন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মাসুদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু বলেন, জাতীয় পতাকা ও জাতীয় সংগীত কারও দানে পাওয়া নয়। এটা আমরা অর্জন করেছি ৩০ লাখ শহীদের রক্ত আর ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে।এটা আমাদের অর্জন। কোন ভাবেই জাতীয় সংগীত পরিবর্তন করতে দেয়া হবে না। সেই সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার দাবী জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত থেকে থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপি যুগ্ম- সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান,জেলা বাসদের আহবায়ক নব কুমার কর্মকার, সবুজ কানন স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক এস এম সাদেক রেজা, সহকারী শিক্ষক সন্জিব কুমার, মোঃ ঈমান আলী, আলী, মোঃ আব্দুল লতিফ, মোঃ কাওছারল ইসলাম, নূরনবী সেখ, সহকারী শিক্ষক ও শারীরিক শিক্ষা মোছাঃ রওশন আরা, এবং জেলা জাসাস এর আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ রানা, সদস্য সচিব আব্দুল হালিম টুটুল, শহর জাসাস এর সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাওন, জেলা যুগ্ম আহবায়ক সুইটি, জেলা জাসাস এর সিনিয়র যুগ্ম আহবায়ক হাসান মন্ডল, সহ শিক্ষক শিক্ষিকা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা