মো. মাকসুদুর রহমান: জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংস্কারের দাবিতে বাস টার্মিনালের সামনের সড়ক অবরোধ করে পরিবহণ শ্রমিকরা।
মঙ্গলবার বেলা ১১ টায় জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পরিবহণ শ্রমিকরা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রচণ্ড গরমের মধ্যে দুর্ভোগে পড়ে শত শত যাত্রী।
পরিবহন শ্রমিকরা বলছেন, বাস টার্মিনালে জলাবদ্ধতা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকা সহ নানা সমস্যায় জর্জরিত এই টার্মিনাল। বেহাল অবস্থায় থাকা এই টার্মিনালে বাস দাঁড় করানো থেকে শুরু করে যাত্রী নামানো কোনোটিই করা যায় না।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু টার্মিনালে উপস্থিত হয়ে দ্রুত সংস্কারের প্রতিশ্রুতি দিলে দুপুর ২ টায় অবরোধ প্রত্যাহার করে শ্রমিকরা।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা