রাজশাহী ব্যুরো: রাজশাহীর দুর্গাপুরে ৮ বছরের এক শিশুকে জোরপূর্বক বাঁশ ঝাড়ে নিয়ে গিয়ে ধর্ষন চেষ্টার অভিযোগ পাওয়া গেছে এক বৃদ্ধের বিরুদ্বে। এ ঘটনা আব্দুস সাত্তার (৭০) নামের এক বৃদ্ধকে ধরে মুখে চুনকালি ও গলায় জুতার মালা পরিয়ে দেওয়ার পুর পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
এদিকে অসুস্থ হয়ে পড়া ভিকটিমকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৮ মে) উপজেলার সাঁয়বাড় গ্রামে এ ঘটনা ঘটে।ভিকটিমের দাদি সুফিয়া বেগম বলেন, সোমমবার সকালে আমার নাতিনী বাড়ির বাইরে খেলতে গিয়েছিল। খেলা শেষে বাড়ি ফেরার পথে একই জায়গার বাসিন্দা বৃদ্ধ আব্দুস সাত্তার আমার নাতনীকে পিছন থেকে জাপটে ধরে নির্জণ বাঁশঝড়ে মধ্যে নিয়ে যায়। সেখানে সে অনেক কান্নাকাটি চিকিৎকার ও ধস্তাধস্তি করে। এক পর্যায়ে বৃদ্ধ সাত্তার আমার নাতনীকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর সাত্তার পালিয়ে বিলের একটি পুকুর পাড়ের ঘরে লুকিয়ে ছিলেন। বেলা ১১টার দিকে বিক্ষুদ্ধ এলাকাবাসী তাকে বিল থেকে ধরে নিয়ে আসে। পরে স্থানীয় নারীরা বৃদ্ধ আব্দুস সাত্তারের মুখে চুনকালি ও জুতার মালা পরিয়ে দেন। এ সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সাত্তারকে উদ্ধার করে থানায় নিয়ে যান।
আব্দুল বারী নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, বৃদ্ধ হলেও সাত্তারের খাসিলত যাইনি এখনও। তার কারণে এলাকার নারীরা বিব্রত। নারী দেখলেই কু দৃষ্টিদেন তিনি। গত বছর তিনি একই গ্রামের এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টা করেন। তার বিরুদ্ধে এলাকায় নারী ঘটিত একাধিক অভিযোগ রয়েছে। আমারা এলাকাবাসী আইনের আওতায় তার শাস্তি দাবি করছি।
জানতে চাইলে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, ঘটনাটি শুনেছি। উপজেলার সাঁয়বাড় গ্রাম থেকে অভিযুক্ত এক বৃদ্ধ আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বাদি আসলে এ ব্যাপারে থানায় মামলা দায়ের হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা