এম, নুরুল আলম সরকার, ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলা প্রবাসী বিএনপির উদ্যোগে বুধবার সন্ধ্যায় মহিলা ডিগ্রি কলেজ মাঠে আলোচনা সভা ও ইফতার মাহফিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে নবীনগর উপজেলা প্রবাসী বিএনপির সাংগঠনিক সম্পাদক রুমেল খান স্বপনের মনোমুগ্ধকর সঞ্চালনায় নবীনগর পৌর বিএনপির সহ-সভাপতি মো. মোবারক হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবীনগর সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাইদুল হক সাইদ।
এই সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, জুলাই মাসে ছাত্র অভ্যুত্থান না হলে, বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্যে পরিণত হতো।
তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল। বিএনপি সবসময় দেশ মাটি ও মানুষের কল্যাণে কাজ করে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে পারি।
বক্তব্য রাখেন নবীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বড়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল বাশার চেয়ারম্যান, নবীনগর পৌর বিএনপির প্রচার সম্পাদক মোঃ গোলাম হোসেন মাষ্টার,সহ সাধারণ সম্পাদক মোঃ বাছির মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য মোঃ ফারুক মিয়া, জেলা ছাত্র দলের বিঙান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহসানুল হক রিয়াজ, নবীনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরীফ উদ্দিন,নাটঘর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ হানিফ মোল্লা, নবীনগর পশ্চিম ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক লিটন মেম্বার সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের সহাশ্রাধীক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও ইফতার মাহফিল চলাকালীন অনলাইনে যুক্ত ছিলেন নবীনগর উপজেলা প্রবাসী বিএনপির সভাপতি মোঃ ফারুক , সাধারণ সম্পাদক মনিরুল হক সেন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, সহ-সভাপতি মোঃ কামাল মিয়া ও তকদির হোসেন,সহ অর্থ বিষয়ক সম্পাদক এনামুল হক রাফি, শিক্ষা বিষয়ক সম্পাদক তানজিম হাসান সোবহান, সহসাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।
পরিশেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন এস আর জামে মসজিদের খতিব মাওলানা বেলায়েত উল্লাহ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা