কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে দুটি বাদুর মাছ। সোমবার দুপুরে মহিপুরের তিমন ফিস মৎস্য আড়তে মাছ দুটি নিয়ে আসে জাকির প্যাদা নামের এক জেলে। পরে মাছ দুটি হানিফ পল্লান নামের এক মাছ ব্যবসায়ী কিনে নিয়ে যায়। অনেকটা বাদুরের মতো দেখতে হলেও এ মাছের মূল নাম লম্বা লেজী পাপড়ি। এ মাছের দৈর্ঘ্য ১ ফুট ও প্রস্থ ১ ফুট হলেও এর প্রায় ২ ফুট লম্বা একটি লেজ রয়েছে।
স্থানীয় জেলেরা জানায়, মাছ দুটি ওজনে ২০ কেজি হলেও এ মাছ সচরাচর দেখা যায় না। গতকাল দুপুরে এ মাছ দুটি বঙ্গোপসাগরের চর বিজয় সংলগ্ন সাগরে জাকির প্যাদার ট্রলারে ধরা পড়ে।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানায়, এ মাছ ধরা বিক্রি সম্পূর্ন অবৈধ। এ মাছ ধরার বিষয়ে আমরা জেলেদের বেশ কয়েকবার সচেতন করেছি।
যায়যায়কাল/২৫জুলাই২০২২/কেএম
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা