নিরেন দাস, জয়পুরহাট প্রতিনিধি: নওগাঁর বদলগাছী থানার পূর্ব খাদাইল এলাকায় রোববার দিবাগত রাত সোয়া ১১ টার দিকে অভিযান চালিয়ে ২৫ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ১ গ্রাম হেরোইনসঅহ মোঃ শিপন সাকিদার (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৫, সিপিসি-৩ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান, আর্টিলারি ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে জেলার বদলগাছী উপজেলার পূর্ব খাদাইল গ্রামের মৃত নাজিম সাকিদারের ছেলে মোঃ শিপন সাকিদারকে হাতেনাতে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও হেরোইন অবৈধভাবে সংগ্রহপূর্বক নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।
পরবর্তীতে তার বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে মামলা দায়ের পূর্বক সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা