
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৫, ৯:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৭, ২০২৫, ৮:৩৬ অপরাহ্ণ
ঝিনাইগাতীতে বিএনপি নেতা বাদশার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এ এম আব্দুল ওয়াদুদ, শেরপুর: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাদশার বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে আমিনুল ইসলাম বাদশার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমিনুল ইসলাম বাদশা বলেন, গত ২৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে তার নেতৃত্বে তার নিজ বাসভবনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ওই দোয়া মাহফিলের ঘটনাকে কেন্দ্র করে গত ২৫ জানুয়ারি শনিবার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান আকন্দ এক সংবাদ সম্মেলনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে অসত্য ও বিভ্রান্তিমূলক বক্তব্য প্রদান করে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন।
ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমিনুল ইসলাম বাদশা বলেন, ২০০৯ সালে তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলে তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ২ বারের উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হওয়ার পরও তাকে দলের কোন পদে রাখা হয়নি। দলের কোন পদে তাকে না রাখার কারণে ২০২৪ সালের ৮ মে তৃতীয়বারের মতো উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ওইসময় দলের কেন্দ্রীয় কমিটি তাকে বহিষ্কার করে।
পরবতাতে দলের হাইকমান্ডের সাথে যোগাযোগ করা হলে হাইকমান্ড তাকে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য আবেদন করার পরামর্শ দেন। সে অনুযায়ী তিনি বহিস্কারাদেশ প্রত্যাহারের আবেদন করেছেন। সেদিনের দোয়া মাহফিলে অংশগ্রহণকারী নেতা-কর্মীরা তার বহিষ্কারাদেশ প্রত্যাহার সম্পর্কে জানতে চাইলে তিনি তার বহিষ্কারের আবেদনটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিবেচনাধীন রয়েছে বলে জানান। এ ঘটনার প্রতিক্রিয়া ব্যক্ত করে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান আকন্দের সংবাদ সম্মেলনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান আমিনুল ইসলাম বাদশা।
সংবাদ সম্মেলনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাসহ জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা