রুহুল আমিন, স্টাফ রিপোর্টার: গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শফিউদ্দিন কলেজের সামনে রোববার রাত ৯টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলার সদস্য সচিব মো. মহসিন উদ্দিন এর নেতৃত্বে ধর্ষণ বিরোধী মশাল মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাজীপুর মহানগর শাখা।
মিছিলে অংশ নেওয়া জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা ধর্ষণের শাস্তি দ্রুত কার্যকর করার দাবি জানিয়ে বলেন, "শিশু আছিয়াসহ দেশের প্রতিটি ধর্ষণের ঘটনার সুষ্ঠু ও দ্রুত বিচার চাই। ধর্ষকদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ঘৃণ্য অপরাধ করার সাহস না পায়।"
তারা আরও বলেন, "ধর্ষণ বন্ধে সরকারকে আরও কঠোর হতে হবে। আমাদের মা-বোনেরা যাতে নিরাপদে চলাফেরা করতে পারে, সেটি নিশ্চিত করতে হবে।"
মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলার যুগ্ম আহ্বায়ক: মোজাম্মেল হোসেন, আকাশ ঘোষ, তানজিল , যুগ্ম সদস্য সচিব: নাহিদ হাসান শাওন , সংগঠক: সাইফুল ইসলাম আকাশ , আহ্বায়ক সদস্য: মো. আকাশ খান, মৃদুল, আব্দুল কাইয়ুম, আরিয়ান হৃদয়, মো. আকাশ, আবু ইসহাক রুহুল্লাহ , টঙ্গী পূর্ব থানা প্রতিনিধি: শাদীদ মারজান নাফি, নাজমুল ইসলাম সরকার, জান্নাতুল ফেরদৌস বৃষ্টি সহ সংগঠনের প্রায় ২০০ নেতাকর্মী।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা