মো. আজহার উদ্দিন, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে ঝাপ দিয়ে অজ্ঞাত (২২) এক তরুণী আত্মহত্যা করেছে।
শনিবার (০৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা-চট্রগ্রাম রেলপথের পৈরতলা রেল গেইটে এই ঘটনায় ঘটে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত তরুণীর নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মেয়েটি রেললাইনের পাশে বিষন্নতা নিয়ে বসেছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী চট্রলা এক্সপ্রেস ট্রেন আসতে দেখে ওই তরুণী ট্রেনের নিচে ঝাপ দেয়। এই ঘটনায় ঘটনাস্থলে সে নিহত হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সালাউদ্দিন খান নোমান জানান, একটি মেয়ে ট্রেনে কাটা পড়ার খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মেয়েটির পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে। তার একটি মোবাইল পাওয়া গেছে। মোবাইলের লক খোলার পর বিস্তারিত হয়তো জানা যাবে। মরদেহ সনাক্ত করতে পিবিআইয়ের সহায়তা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা