দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার রনগাঁও ইউনিয়নের বনগাঁও গ্রামের আনোয়ার হোসেন (৪৫) টাঙ্গন নদীতে মাছ ধরতে গিয়ে প্রাণ হারিয়েছেন।
বুধবার রাতে তিনি নদীতে মাছ ধরতে গিয়ে আর বাসায় ফিরে আসেননি।
অনেক খোঁজাখুঁজির পর বুধবার সকাল ৯টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের করনাই ঘাট এলাকায় টাঙ্গন নদীতে আনোয়ার হোসেনের মরদেহ ভেসে ওঠে।
স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদীতে মাছ ধরার সময় তিনি পানিতে ডুবে যান। ময়নাতদন্ত শেষে তার দাফনের প্রক্রিয়া চলছে।
এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা