ফরমান শেখ, টাঙ্গাইল: টাঙ্গাইলে রানা আহাম্মেদ (৫৫) নামের এক ঠিকাদারের ওপরের হামলা ও ফাঁকা গুলির ঘটনা ঘটেছে।
সোমবার দুপুরে টাঙ্গাইল পৌর শহরের রাবনা বাইপাস এলাকার বেলটিয়াবাড়ী মোড়ে এ ঘটনা ঘটে। তিনি গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
রানা আহাম্মেদ টাঙ্গাইল পৌর শহরের পলাশতলী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি বিদ্যুত উন্নয়ন বোর্ডের ঠিকাদারি পেশায় নিয়োজিত রয়েছে।
প্রত্যক্ষদর্শী হাসান সাদিক বলেন, রানাসহ আমরা কয়েকজন ঠিকাদার একটি দোকানে বসে ছিলাম। এ সময় দুর্বৃত্তরা রানাকে দোকান থেকে ডেকে নিয়ে রড দিয়ে পেটাতে থাকে। ভয়ে তার কাছে যেতে পারিনি। পরে লোকজন নিয়ে এগিয়ে গেলে হামলাকারীরা ফাঁকা গুলি ছুড়ে চলে যায়। পরে রানাকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
হামলার শিকার রানা পরিবারের অভিযোগ- দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটি পক্ষের সাথে বিরোধ চলছে। ধারণা করা হচ্ছে, জমি সংক্রান্ত বা ঠিকাদারি কোনো দ্বন্দ্বের জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক হাশিম রেজা বলেন, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে। বিস্তারিত পরে জানানো যাবে।
টাঙ্গাইল সদর থানার অফিস ইনচার্জ (ওসি) তানভীর আহাম্মেদ জানান, আহত হওয়ার ঘটনা ঘটেছে। তবে ফাঁকা গুলির বিষয়টি জানা নেই। ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া হবে।
এ বিষয়ে টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা