ফরমান শেখ, টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে ১ কোটি ২ লাখ টাকার রাস্তার কাজে নিম্নমানের ইটের গুঁড়া-খোয়া ব্যবহার ও কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। কাজের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
জানা যায়, উপজেলার মাটিকাটা মসজিদ থেকে রুহুলী আজগর মেম্বারের বাড়ি পর্যন্ত ১ কিলোমিটার রাস্তা পাকাকরণের জন্য ২০২৩ সালের মার্চে কার্য্যাদেশ পায় মেসার্স কে এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজটি ২০২৪ সালের মার্চে শেষ হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ে কাজটি ঠিকাদারি প্রতিষ্ঠান সম্পন্ন করতে পারেনি।
এরপর ঠিকাদারি প্রতিষ্ঠানটি কাজের মেয়াদ বৃদ্ধির মাধ্যমে চলতি বছরে কাজ শুরু করে। কাজটির শুরুতেই নিম্নমানের ইটের গুঁড়া ব্যবহার করায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। পরে উপজেলা প্রকৌশলী থেকে ঠিকাদারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে পুনরায় সঠিকভাবে কাজের নির্দেশ দেয়।
রুহুলী ও মাটিকাটা গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তিরা বলেন, কাজের শুরুতেই নিম্নমানের ইটের গুঁড়া রাস্তায় ব্যবহার করে। পরে বিষয়টি উপজেলা প্রকৌশলী অফিসকে অবগত করলে তারা নিম্নমানের কাজে সত্যতা প্রমাণ পায়। পরে ঠিকাদাকে ওই খোয়া সরিয়ে ভালো খোয়া ব্যবহার করতে বলেন।
এ ব্যাপারে মেসার্স কে এন্টারপ্রাইজ সত্বাধিকারী কৃষ্ণ ভৌমিক বলেন, কাজের শুরুতে রাস্তার কিছু কিছু জায়গায় যে ইটের খোয়া ব্যবহার করা হয়েছিল সেগুলো সরিয়ে পুনরায় নতুন খোয়া ব্যবহার করা হয়েছে।
উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আবু হানিফ জানান, কাজেরর শুরু নিম্নমানের খোয়া ব্যবহার করেছিল ঠিকাদার। পরে আমরা সেই খোয়া সরিয়ে ভালো মানের খোয়া ব্যবহাররের জন্য ঠিকাদারকে নির্দেশ দেয়া হয়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. আমিনুল ইসলামকে একাধিবার মুঠোফোনে কল করলে রিসিভ করেনি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু আবদুল্লাহ খান বলেন, খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা