
কবির হোসেন, টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পিলারের সাথে ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (২৩ নভেম্বর) রাত ৭টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার রসুলপুর টেলকি সাইনবোর্ড মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার পশ্চিম পাকুটিয়া গ্রামের মোখলেছুর রহমান মুকুলের ছেলে ইয়াসিন হোসেন (২৭) এবং বরিশালের চর ফ্যাশন উপজেলার রাকিব (২৫)।
জানা যায়, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি মধুপুর বনাঞ্চলের টেলকি রসুলপুর মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পিলারের সাথে জোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা অরণখোলা পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরানুল কবির বলেন, নিহতদের মরদেহ অরণখোলা ফাঁড়িতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা