ফরমান শেখ, টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুরে যৌন নির্যাতনের শিকার হয়ে ৮ম শ্রেণির এক কিশোরী ৭ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী চাচা ফরহাদ খান (৫৫) কে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার বিকালে টাঙ্গাইল নারী ও শিশু যৌন নিপীড়ন বিরোধী মঞ্চের উদ্যোগে টাঙ্গাইল পৌর শহরের নিরালা মোড়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় মানববন্ধনে বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল জেলার সভাপতি ফাতেমা রহমান বীথির সভাপতিত্বে বক্তব্য রাখেন, গণসংহতি আন্দোলন টাঙ্গাইল জেলার সংগঠক তুষার আহমেদ, সমাজকর্মী নাহার চাকলাদার, শিক্ষক সম আজাদ, ক্রীড়া সংগঠক ও শিক্ষক মোনালিসা মুন্নি, বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল জেলার দপ্তর ও পাঠাগার বিষয়ক সম্পাদক প্রেমা সরকার, কুমুদিনী সরকারি কলেজের শিক্ষার্থী বর্ষা প্রমুখ।
মানববন্ধন বক্তারা অবিলম্বে কিশোরীকে যৌন নির্যাতনকারী প্রতিবেশি লম্পট চাচাকে ফরহাদ খানকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত ১৫ মে অন্তঃসত্ত্বা কিশোরীর বাবা বাদী হয়ে নাগরপুর থানায় মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা