গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামীলীগের জেলা, সদর উপজেলা ও পৌর আওয়ামীলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ।
শুক্রবার বেলা পৌনে ১২টায় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নেতৃত্বে ও যুবনেতা ব্যারিস্টার শেখ ফজলে নাঈমসহ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ,থানা ও পৌর আওয়ামীলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ সমাধি সৌধে পুষ্পস্তাবক অর্পণ এ শ্রদ্ধা জানান।
এরপর ফাতেহাপাঠ ও বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন তারা।
জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি মাহবুব আলী খান, সাধারন সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজি লিয়াকত আলী লেকু ও সাধারন সম্পাদক মো. আবু সিদ্দিক সিকদার এবং গোপালগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি গোলাম কবির ও সাধারন সম্পাদক আলীমুজ্জামান বিটুসহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
এছাড়া, শেখ ফজলুল করিম সেলিমের নেতৃত্বে কাশিয়ানী আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন ও সাধারন সম্পাদক কাজি জাহাঙ্গীর আলম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। এসময় কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগ ও কাশিয়ানীর ১৪ ইউনিয়নের আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা