প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৫, ৫:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৩, ২০২৫, ৭:৫৬ অপরাহ্ণ
ট্রলিতে রোগী বহনে ঘুস গ্রহণ, ড্রেসিংয়ের নামে টাকা আদায়
খাঁন মোঃ আঃ মজিদ,দিনাজপুর: বিভিন্ন অভিযোগে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার অভিযানে নানা অনিয়মের প্রমাণ পান দুদক কর্মকর্তারা।
এসময় দুদকের টিম নথিপত্র জব্দসহ হাসপাতালের পরিচালকের মাধ্যমে তিনজন ওয়ার্ড মাস্টার ও পথবিভাগের একজনকে শোকজ করে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ দুদকের কাছে জমা হয়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আতাউর রহমান সরকারের নেতৃত্বে দুদকের একটি টিম অভিযান চালায়। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলে অভিযান।
এ বিষয়ে দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আতাউর রহমান সরকার বলেন, আউটসোর্সিংয়ের মাধ্যমে লোক নিয়োগ, রোগীর খাবারে অনিয়ম, বেডসিট-বালিশ ক্রয় না করে পুরাতন বেডসিট ও বালিশ ব্যবহার, নির্মাণ কাজে অনিয়ম, ট্রলিতে রোগী বহনে ঘুস গ্রহণ, ড্রেসিংয়ের নামে টাকা আদায় ও হাসপাতালে ওয়াসরুম পরিষ্কার-পরিচ্ছন্নতায় অনিয়ম পেয়েছি। এরই পরিপ্রেক্ষিতে চারজনকে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে শোকজ করা হয়। এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করে কেন্দ্রীয় কার্যালয়ে প্রেরণ করবো।
তিনি বলেন, দুপুর পৌনে ১টা পর্যন্ত আমরা হাসপাতালের রন্ধনশালায় খাবারের কোনো সামগ্রী আসতে বা রান্না করতে দেখিনি। যাতে প্রমাণ হয়, রোগীদের সঠিক সময় খাবার সরবরাহ করা হয় না।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এটিএম নুরুজ্জামান দুদকের অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা