বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে ট্রাকের চাপায় চার বছর বয়সী জিসান নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দু’জন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিসান ধুনট উপজেলার রামনগর গ্রামের আব্দুল আজিজের ছেলে। আহত দু’জন হলেন- পারভিন আক্তার (৩০) ও ওমর ফারুক (৪০)। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জয়নাল আবেদীন সরকার জানান, একটি ভ্যান গাড়িতে চড়ে শিশু জিসানসহ অন্যরা শেরপুরের গাড়িদহ বাসস্ট্যান্ড থেকে মহিপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় ডেইরি ফার্মের সামনে বগুড়াগামী অজ্ঞাত একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
তিনি আরও জানান, ট্রাকটি চাপা দিয়ে পালিয়ে যাওয়ায় আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি। আহতরা শজিমেকে চিকিৎসাধীন আছেন। নিহত শিশুর লাশ মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা