একদিকে অনুপ্রবেশ আটকাতে সীমান্তে দেওয়াল তুলতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট। অপর দিকে মার্কিন নাগরিকদের মধ্যেই প্রায় ১৬ শতাংশ স্থায়ীভাবে দেশ ছাড়তে আগ্রহী বলে জানিয়েছে একটি সমীক্ষা। এনিয়ে বিশ্বজুড়ে চলছে আলোচনা, সমালোচনা।
জর্জ বুশের (জুনিয়র) আমলে এই অঙ্কটা ছিল ১১ শতাংশ, বারাক ওবামার আমলে ১০ শতাংশ। ডোনাল্ড ট্রাম্পের সময় সেটা ১৬ শতাংশ পৌঁছে রেকর্ড গড়েছে। ২০১৭ সালেও অঙ্কটা এ রকমই ছিল।
দেশ ছাড়তে চাওয়া নাগরিকদের মধ্যে মহিলাই বেশি। সেটাও লক্ষণীয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বুশ বা ওবামা আমলে দেশ ছাড়তে ইচ্ছুকদের মধ্যে নারী-পুরুষ ভেদ প্রকট ছিল না। এবারে ১৩ শতাংশ পুরুষের পাশাপাশি ২০ শতাংশ মহিলা দেশ ছাড়তে চান বলে জানা গেছে। তার মধ্যে আবার ৪০ শতাংশের বয়স ৩০-এর কম। একইভাবে সার্বিক অঙ্কেও কমবয়সীদের মধ্যে পাল্লা ভারী। ১৫ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে ৩০ শতাংশই চলে যেতে ইচ্ছুক বলে জানিয়েছে সমীক্ষাটি।
সমীক্ষকদের মতে, দেশ ছাড়তে চাওয়া নাগরিকদের সংখ্যা বাড়ছে ট্রাম্পকে নিয়ে অসন্তোষের কারণেই। ট্রাম্পকে পছন্দ করেন না, এমন জনতার ২২ শতাংশ দেশ ছাড়তে চান। ট্রাম্পকে পছন্দ করেন অথচ দেশ ছাড়তে চান, এই অনুপাতটা মাত্র ৭ শতাংশ। সত্যি দেশ ছাড়লে কোথায় যেতে চান এমন প্রশ্নের জবাবে ২৬ শতাংশই বেছে নেয় কানাডা! তাহলে কী কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কঠিন প্রতিযোগিতাতেই ফেলছেন ট্রাম্পকে!
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা