খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বাসিন্দা মো. রমজান আলী (১৮) বৃহস্পতিবার সকালে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন।
তার পিতা মো. মহাসিন আলী এবং তার পরিবারের সদস্যরা তাকে নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন।
জানা গেছে, রমজান আলী ২৯৩০ দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনে করে পঞ্চগড় থেকে পার্বতীপুর যাচ্ছিলেন। যাত্রাপথে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
দুর্ঘটনার পর তাকে দ্রুত বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। চিকিৎসকরা তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন।
জানা যায়, রমজান আলীর গ্রামের নাম এখনো নিশ্চিত করা যায়নি। তবে তার স্থায়ী ঠিকানা পার্বতীপুর থানার আওতাধীন। তার পরিবারের সাথে যোগাযোগের জন্য মোবাইল নম্বর ০১৩২৫৭২৯৯১৬ রয়েছে।
রমজান আলীর এই দুর্ঘটনা এলাকায় শোকের ছায়া ফেলেছে এবং তার সুস্থতার জন্য সকলেই প্রার্থনা করছেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা