প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ৫:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৯, ২০২৫, ৬:২৯ অপরাহ্ণ
ডাসারে গাছে সাথে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের ডাসারে শাওন তালুকদার(১৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার সকালে উপজেলার ডাসার ইউনিয়নের পূর্ব কমলাপুর গ্রামে নিহতের বাড়ীর পাশের হিজল গাছ হতে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাওন তালুকদার ডাসার উপজেলার ছালাম তালুকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার রাতের কোন এক সময় সবার আগোচরে বাড়ীর পাশে হিজল গাছের সঙ্গে রশি বেঁধে ঝুলে আত্মহত্যা করে শাওন।পরদিন তাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির পর সকালে বাড়ীর পাশের একটি বাগানে ওই যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের লোকজন।পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।নিহত শাওন রাজ মিস্ত্রীর কাজ করতো।সে কিছুটা মানসিক সমস্যায় ভুগছিল বলে জানায় স্বজনরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলায় মর্গে প্রেরণ হয়েছে।এ ঘটনায় ডাসার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
রকিবুজ্জামান
মাদারীপুর
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা