লিটন হোসাইন জিহাদ,ব্রাহ্মণবাড়িয়া: ডা: মো: শাখাওয়াত হোসেন এর বিদায় উপলক্ষে স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয় সভা ও বিদায় সংবধর্ণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলানায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে এ আয়োজন করা হয়। সদর উপজেলার স্বাস্থ্য পরিদর্শক এম আব্দুল বাছেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ডা: মোহাম্মদ একরাম উল্লাহ।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলার চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: এ এফ এম আশরাফুর রহমান। বিদায় অতিথির বক্তব্য রাখেন ডা: মো: শাখাওয়াত হোসেন, তিনি বলেন, দীর্ঘ দিন আপনাদের সহকর্মী হিসেবে পেয়েছি, আপনাদের কাজে আমি মুগ্ধ। সবাই যার যার অব্সথানে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত থাকবেন। এ সময় বক্তব্য রাখেন স্বাস্থ পরিদর্শক মো: মনিরুল ইসলাম, কাজী হাফিজুল ইসরাম নাজু, প্রদোষ কান্তি দাস, মো: সুমন মিয়া,মো: লোকমান হোসেন,মো: কামাল উদ্দিন, ছামছুন নাহার, মো: নাজির আহমেদ ভুইয়া প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা