তানভীর হাসান তৌফিক, আশুগঞ্জ প্রতিনিধি: পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আধুনিক, সুন্দর, ও স্বপ্নের আশুগঞ্জ গড়তে সবার সহযোগিতা চেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে ৩নং আশুগঞ্জ ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী বিল্লাল ভূইয়া। আজ ১লা অক্টোবর রোজ শনিবার সকালে গণমাধ্যমের সাক্ষাৎকারে এ আহ্বান করেন তিনি।
তিনি বলেন, উন্নয়ন শুধু উপজেলা কেন্দ্রীক নয়,একেবারে তৃণমূল পর্যায়ের,আশুগঞ্জের প্রতিটি গ্রামে যেন উন্নয়েন ছোঁয়া লাগে,গ্রামের মানুষের জীবন যাত্রার মান যেন উন্নত হয়। তারই ধারাবাহিকতায় বজায় রাখতে একটি অত্যাধুনিক আশুগঞ্জ উপহার দিতে চাই আমি।
তিনি ভোটারদের কাছে আকুল আবেদন করে বলেন, আপনারা যদি আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে আমি আপনাদেরকে একটি,আধুনিক আশুগঞ্জ উপহার দিব, আমার দৃঢ় বিশ্বাস ভোটাররা আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে আশুগঞ্জের উন্নয়ন করার সুযোগ করে দিবে ইনশাআল্লাহ!
এদিকে বিল্লাল ভূইয়ার সমর্থকরা বলেন,বিল্লাহ ভুইয়া জনগণের একজন সেবক,তিনি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর গরীব অসহায় মানুষের সেবা ও বিভিন্ন সামাজিক প্রতিষ্টান ও সামাজিক অনুষ্ঠানে সহযোগিতা করে আসছেন। আমরা মনে প্রাণে বিশ্বাস করি, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে বিল্লাল ভুইয়া অটোরিকশা প্রতীকে বিজয়ী হলে আশুগঞ্জবাসীর উন্নয়ন হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা