ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় গণধর্ষণের শিকার হয়েছে নবম শ্রেণির এক স্কুলছাত্রী। ঘটনার খবর পেয়ে আদিল শাহারিয়ার ও সাইদুজ্জামান সৈকত নামে দুই ধর্ষককে গ্রেপ্তার করেছেন ডিমলা থানা পুলিশ।
ডিমলা থানা সূত্রে জানা যায়, শনিবার বিকেলে সদর ইউনিয়নের ছদ্মনাম (ললিতা) প্রাইভেট শেষ করে বাড়িতে যাওয়া পথে ধর্ষকরা ললিতাকে রাস্তায় গতিরোধ করে মোটরসাইকেলে তুলে শেখ ফজিলাতুন্নেসা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়ের পিছনে পরিত্যাক্ত স্থানে নিয়ে গিয়ে পর্যাক্রমে ধর্ষন করে এবং ভিডিও ধারন ধারন করেন।
খবর পেয়ে ডিমলা থানা পুলিশ তাৎক্ষনিক ওই দুই যুবককে গ্রেপ্তার করেন। এবিষয় রোববার ডিমলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১২। আরও জানা যায়, ললিতা ডিমলা টেকনিক্যাল (বিএমআই) স্কুলে যাতায়াতের সময় প্রমিত সাহা নিয়মিত উত্যক্ত করত সে সাড়া না দেওয়ায় ওই যুবকসহ অন্যরা ক্ষিপ্ত হয়ে তাকে ধর্ষণ করে।
এ ব্যাপারে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়ে এবং ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করার জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা