

বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানার ওসি লাইছুর রহমানের নেতৃত্বে শনিবার (১২ আগস্ট) রাতে দীর্ঘ সময় অভিযান পরিচালনা করে পোস্ট অফিস মোড় থেকে সদর ইউনিয়নের বাবুরহাট শিব মন্দির গ্রামের মৃত মজিবর রহমানের পুত্র মো. রাসেল মানিক (বাবু) (২৪), মো. সফিয়ার রহমানের পুত্র মো. মমিনুর রহমান (৩২) ও মমিনুর রহমানের স্ত্রী মোছাঃ লাভলী আক্তার (২৭) তিন জনকে ১শত পিচ হিরোইনের পুরিয়া সহ তাদেরকে আটক করেন ডিমলা থানা পুলিশ। এ সময় তাদের নিকট থেকে ০৮ গ্রাম হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়।
এ বিষয় ডিমলা থানার ওসি লাইছুর রহমান বলেন আটক তিনজন দীর্ঘদিন ধরে মাদক কারবারির সঙ্গে জড়িত। তাদেরকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করতে সক্ষম হই। আটককৃতদের বিরুদ্ধে ডিমলা থানায় একটি মামলা করা হয়। যাহার মামলা নং- ২০ তাং ১৩/৮/২৪। রবিবার (১৩ আগস্ট) সকালে আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা