যায়যায়কাল প্রতিবেদক: প্রতি বছরের ন্যায় এবারও রাজধানী খিলক্ষেতে পাঁচ তারকা হোটেল ঢাকা রিজেন্সিতে সপ্তম বাৎসরিক হোস্টিং সামিটের আয়োজন করা হয়। বুধবার সকালে দেশের স্বনামধন্য হোস্টিং কোম্পানি আলফা নেট উদ্যোগে এ অনুষ্ঠান উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী প্রযুক্তিবিদ এবং প্রযুক্তি উদ্যোক্তা আবু সুফিয়ান হায়দার।
তিনি তার বক্তব্যে বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকেও এগিয়ে নিতে হবে। তার জন্য দরকার ডাটা সিকিউরিটি, এআই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, নেটওয়ার্ক ও সাইবার সিকিউরিটি সহ গুরত্বপূর্ণ জায়গায় সরকারের পলিসি নির্ধারণে সহযোগিতা করতে হবে।
এছাড়া বাংলাদেশের এসআইএসপিএবি, বিডিআইএক্সসহ শীর্ষস্থানীয় ৩০টিরও বেশি হোস্টিং কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বিআইটিপিসিএল, আইবিসিএস সহ সরকারি, বেসরকারি প্রযুক্তিবিদ, কর্মকর্তাগণ উক্ত সামিটে অংশ গ্রহণ করেছেন।
এই অনুষ্ঠান এর মূল উদ্দেশ্য ছিল ওয়েব হোস্টিং ইন্ডাস্ট্রির সার্বিক উন্নয়ন এবং এই ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি নির্ধারণ করা। হোস্টিং সামিটে আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন একরামুল হায়দার সিইও আলফা নেট।
উপস্থিত ব্যক্তিরা হোস্টিং কোম্পানিগুলোর বর্তমান অবস্থা , ভবিষ্যৎ সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। এছাড়াও একে অপরের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং সুসম্পর্ক নিশ্চিত করার মাধ্যমে দেশের ওয়েব হোস্টিং ইন্ডাস্ট্রির বিদ্যামান সমস্যাগুলো সমাধান এবং সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে ঐক্যমতে পৌঁছান।
বক্তারা বলেন, আজকের অনুষ্ঠানে এক্সক্লুসিভ নলেজ শেয়ারিং প্রোগ্রাম হয়েছে। বাংলাদেশের হোস্টিং সেক্টরকে এগিয়ে নিতে আমাদের সবাইকে এক সাথে কাজ করতে হবে।
আলোচনা পর্ব শেষে মধ্যাহ্নভোজের মাধ্যমে এবারের ওয়েব হোস্টিং সামিটের সমাপ্তি হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা