
ঢাবি প্রতিনিধি: আন্তর্জাতিক ট্রাইবুনাল আদলত কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়কে প্রত্যাখ্যান করে নিজের ফেসবুক প্রতিক্রিয়ায় 'আই ডোন্ট কেয়ার' লিখে তোপের মুখে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্টার লাভলু মোল্লা শিশির।
সোমবার আনুমানিক রাত ১২টার দিকে তাকে মব করে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজ বাস ভবনে অবস্থান করছেন ডেপুটি রেজিস্টার লাভলু মোল্লা শিশির। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র তার বাসায় গিয়ে দরজা ধাক্কাধাক্কি করে তাকে বের হয়ে আসতে বলেন।
কেন বের হব- জানতে চাইলে তারা শিশিরকে তারা অকথ্য ভাষায় গালাগালি করেন ও ফ্যাসিস্ট হাসিনার দালাল বলে স্লোগান দিতে থাকে।
এভাবে দুই ঘন্টা নিজ বাসায় অবরুদ্ধ থাকার পর পুলিশ এসে তাকে শাহবাগ থানায় নিয়ে যায়।
থানায় নিয়ে যাওয়ার আগে ফেইসবুকে একটি ভিডিও পোস্ট দিয়ে লাভলু মোল্লা শিশির বলেন, আমি কোন অন্যায় করিনি। তারা দুই ঘন্টা যাবত আমার বাসার সামনে এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। আমি কারো ক্ষতি করি নাই। আপনারা আমার দিকে খেয়াল রাইখেন। শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে।
রাতে শিশিরকে থানায় নিয়ে আসলে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শাহবাগ থানায় হামলা করার চেষ্টা করে ব্যর্থ হলে তারা থানার ভিতরেই অবস্থান নিয়ে হট্টগোল করেন।
শাহবাগ থানার পুলিশ বার বার তাদেরকে থানার বাহিরে যাওয়ার কথা বললেও তারা সেখানে অবস্থান করে।
লাভলু মোল্লা শিশিরের স্ত্রী শামিমা আক্তারের সাথে কথা বলে জানা যায়, ৫ আগস্টের পর থেকেই শিশিরকে ঢাবি প্রশাসন অফিশিয়ালি অর্কাযকর করে রাখেন। কিছুদিন ধরেই শিশিরের উপর হামলা হওয়ার ধারণা করে শামিমা বলেন, প্রায় রাতে আমাদের বাসার নিচে কিছু ছেলেরা এসে নানানভাবে আমাদের কে ভয়-ভীতি দেখানোর চেষ্টা করতো। এভাবে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে হেনস্থা করার কারণে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন।
জানা যায়, সারারাত লাভলু মোল্লা শিশির শাহবাগ থানায় ছিলেন।
মঙ্গলবার সকালে কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে ‘অর্থায়নের’ অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার লাভলু মোল্লাহ শিশিরকে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর জানান, কিছুদিন আগে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে, যেখানে লাভলু মোল্লাহর বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অর্থ যোগানের প্রমাণ পাওয়া গেছে। আমরা এই মামলায় তাকে গ্রেফতার করেছি।
ডেপুটি রেজিস্টার লাভলু মোল্লা শিশিরের নামে আগে কোন মামলা আছে বলে জানা যায়নি।
লাভলু মোল্লা শিশির ছাত্র জীবনে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সূর্যসেন হল ছাত্রলীগের সভাপতি ছিলেন। ১/১১ সরকারের সময় লাভলু মোল্লা শিশির কারা অবরুদ্ধ ছিলেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা