মো. মেহেদী হাসান, নন্দীগ্রাম (বগুড়া): ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে নন্দীগ্রাম উপজেলার মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদল।
গত ১৫ মে বৃহস্পতিবার একটি মিছিল কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।পরে কেন্দ্রীয় ছাত্রদল কর্তৃক ঘোষিত প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদল সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিলের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নন্দীগ্রাম পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন।
এসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নবির শেখ, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহিন শেহজাদ, পৌর ছাত্রদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহাবুব, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আফিফ হাসান, রাসেদুল, রাব্বি, পলাশ, কাউছার, মারুফসহ অত্র কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ ও প্রতিবাদে একাত্মতা প্রকাশ করা সাধারণ শিক্ষার্থীরা।
নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সভাপতি পলিন বলেন, ‘সাম্য হত্যায় জড়িত সকল অপরাধীকে চিহ্নিত করে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। ইতিমধ্যে ৩ জন গ্রেফতার হয়েছে। এদের একজনের জামায়াতের রাজনীতির সাথে সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এটা কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। ছাত্রদলকে পরিকল্পিতভাবে টার্গেট করা হচ্ছে।’
এই অবস্থান কর্মসূচি থেকে ছাত্রদের নিরাপত্তা দিতে ব্যর্থতার দ্বায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন এই ছাত্রনেতা।
অন্যদিকে কলেজ ছাত্রদলের সভাপতি শাকিল বলেন, ‘সাম্য ভাইকে হত্যার পিছনে যারা রয়েছে তাদেরকে দ্রুত সময়ে গ্রেফতার করে জাতির সামনে তুলে ধরতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।’
সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করে তিনি আরো বলেন, ‘যারা ছাত্রদলকে শূন্য করতে চাইছে, তারাই শূন্য হয়ে যাবে।’
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা