আজ তরুণ লেখক সাজেদুর আবেদীন শান্তর জন্মদিন। শান্ত ১ ফেব্রুয়ারি গাইবান্ধার সাঘাটা উপজেলায় জন্মগ্রহণ করেন। পিতা জয়নাল আবেদীন, চাকরিজীবী। মা সাবিহা সুলতানা রিনা। দুই ভাইয়ের মধ্যে সাজেদুর আবেদীন শান্ত বড়।
শান্ত এবারের জন্মদিন উদযাপন করেন বরিশাল যাত্রায়। প্রথম প্রহরে লঞ্চে কেক কেটে শুভেচ্ছা জানান বাংলাদেশের মিঃ বিন খ্যাত কৌতুক অভিনেতা রাশেদ শিকদার ও ছোটপর্দার আরেক জনপ্রিয় অভিনেতা শামীম জামান৷
এরপর বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে জন্মদিনের দ্বিতীয় কেক কাটেন। এসময় উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক, লেখক মনদীপ ঘরাই, জেলা সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট দেবযানী কর, ম্যাজিস্ট্রেট জাবেদ এবং অভিনেতা রাশেদ শিকদার।
শান্ত একজন সাংবাদিক, ফটোগ্রাফার ও সামাজিক সংগঠক হিসেবে বেশ পরিচিত। মিরপুর সরকারি বঙ্গবন্ধু কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী বিভিন্ন দৈনিক পত্রিকার ফিচার প্রদায়ক হিসেবে কাজ করছেন।
তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ ‘আষাঢ়, তুই এবং মৃত্যু’। এছাড়া সম্পাদনা করেন শিল্প সাহিত্যের সাময়িকী ‘উন্মেষ’। অবসর সময়ে সাজেদুর আবেদীন শান্ত ছবি তুলতে ভালোবাসেন। তিনি মূলত নদী ও প্রকৃতির ছবি তোলেন। তার তোলা ছবি নিয়মিত প্রথম আলো পত্রিকার নাগরিক পাতা সহ বেশ কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। পাশাপাশি সামাজিক সংগঠন আলোর প্রদীপের তথ্য, প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন শান্ত। এছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বগুড়া শাখার একজন সক্রিয় সদস্য তিনি।
ফিচার সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য গেল বছর বিশেষ সম্মাননা পান সাজেদুর আবেদীন শান্ত। এবারের বইমেলায় পাঠকের জন্য বিশেষ উপহার হিসাবে থাকছে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘স্নিগ্ধ ভোর অথবা মৃত্যু'।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা