তানভীর হাসান তৌফিক, আশুগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাসে সর্বকনিষ্ঠ সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন আশুগঞ্জ উপজেলার তারুয়া ইউনিয়নের রাফি হোসেন শিয়ন।
২৯ শে সেপ্টেম্বর তারুয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে জেলা আওয়ামীলীগ ও উপজেলা আওয়ামীলীগের উপস্থিতিতে চুলচেরা বিশ্লেষণ ও জীরপ করেমতারুয়া ইউনিয়ন আওয়ামীলীগের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে, জাকির হোসেন বাউলকে সভাপতি ও রাফি হোসেন শিয়নকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণা হওয়ার পর থেকে সমস্ত উপজেলা জুরে রাফি হোসেন শিয়নকে নিয়ে তার শুভাকাঙ্ক্ষীরা আনন্দে অভিনন্দন বার্তা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিতে থাকে।
শুভাকাঙ্ক্ষীরা জানান, রাফি হোসেন শিয়ন সে দীর্ঘদিন যাবৎ ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হয়ে আওয়ামী লীগের জন্যে কাজ করে যাচ্ছে। ২০১৯ সালে আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটিতে সে যুগ্মআহ্বায়ক নির্বাচত হন। রাফি আশুগঞ্জ উপজেলার প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন আওয়ামীলীগের নেতা কর্মীদের সাথে সু-সম্পর্ক রেখে তাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকেন, তাছাড়া বিগত সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন, ইউনিয়ন নির্বাচনগুলো আওয়ামীলীগের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে নিরলসভাবে পরিশ্রম করে থাকেন।
এদিকে রাফি হোসেন শিয়ন সাংবাদিকদের সাক্ষাৎকারে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তরুণরাই গরবে দেশ,তারুণ্যই আমাদের আওয়ামিলীগের শক্তি। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে জেলা আওয়ামিলীগ ও উপজেলা আওয়ামীলীগের নির্দেশে পালন করে দলের জন্য কাজ করে যাব।
আমার ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগসহ অঙ্গসংগঠনের নেতা কর্মীদের সাথে নিয়ে তারুয়া ইউনিয়ন আওয়ামীলীগকে আরও সুসংগঠিত করব। পরিশেষে তিনি জননেত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্ব ও দীর্ঘায়ু কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা