
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৪:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১২, ২০২৫, ৯:০৭ অপরাহ্ণ
তালায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

বি এম বাবলুর রহমান, তালা: সাতক্ষীরার তালায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি তালা উপ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তালা শিল্পকলা একাডেমি হলরুমে আলোচনা সভা ও ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ বিশ্বাসের সভাপতিত্বে উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, জামায়াতে ইসলামী বাংলাদেশ তালা উপজেলা আমীর মাওলানা মফিদুল ইসলাম, উপজেলা বিএনপির সম্পাদক শফিকুল ইসলাম, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, সাংবাদিক এম. এ. হাকিম দ্যা রেড জুলাই সাতক্ষীরা জেলার যুগ্ম আহ্বায়ক এমডি মামুন হাওলাদার প্রমুখ। আলোচনা শেষে ১৯ জনের মাঝে ১৯ লক্ষ ৫০ হাজার টাকা ঋণ এবং ৫ জন উদ্যোক্তার মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা