
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ৩:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২১, ২০২৫, ১০:০৫ অপরাহ্ণ
তালায় দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি বিষয়ক প্রতিযোগিতা

বি এম বাবলুর রহমান, তালা: তালায় দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি ও শিক্ষার্থীদের সততা চর্চায় উদ্বুদ্ধ করন বিষয়ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য সাহার সভাপতিত্বে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
'দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’—এরই আলোকে গণসচেতনতা সৃষ্টি ও শিক্ষার্থীদের সততা চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন খুলনার কোর্ট পরিদর্শক অন্তর মজুমদার অন্তু, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা ও সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান।
উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মকবুল হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দিন, সহ-সভাপতি সাংবাদিক গাজী জাহিদুর রহমান, গুলশান আরা, শিক্ষক সদস্য মো. সাইফুল্লাহ ও রুপা রানী পাল প্রমুখ।
তালা উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ সুধীজন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা