
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ৭:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ৮:৫৯ অপরাহ্ণ
তালায় লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ

বি এম বাবলুর রহমান, তালা: সাতক্ষীরা ওএমএস ডিলার নিয়োগের কাজ সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার উপস্থিত থেকে সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে প্রকাশ্যে লটারির কার্যক্রম সম্পন্ন করেন।
রবিবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে অংশ গ্রহণকারী, পুলিশ প্রশাসন, সরকারী কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধির উপস্থিতে এ লটারি সম্পন্ন হয়।
উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান, তালা থানা অফিসার ইনচার্জ মোঃ মাইনউদ্দীন, উপজেলা প্রকল্প কর্মকর্তা আশরাফ হোসেন, তালা প্রসক্লাবের সভাপতি এম এ হাকিম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সহ প্রায় অর্ধ শতাধিক ব্যক্তি এসময় উপস্থিত ছিলেন।
মোঃ আনোয়ারুল ইসলাম, শেখ নুরুল আমিন ও মোঃ শিমুল লটারির মাধ্যমে নির্বাচিত হন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার বলেন, সরকারী পরিপত্র অনুযায়ী আগ্রহী প্রার্থীগনের কাছে থেকে আবেদন গ্রহণ করা হয়। এসকল আবেদনপত্র যাচাই বাছাই করে একটি তালিকা তৈরি করা হয়। সেই তালিকার ভিত্তিতে আজ লটারি সম্পন্ন করা হয়। যে কোনো রকমের অনিয়ম ও সংশয় এড়াতে প্রকাশ্যে লটারির ব্যবস্থা করা হয়েছে। সরকারী কোনো কাজে অনিয়ম হতে দেয়া হবে না বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা