
প্রিন্ট এর তারিখঃ জুলাই ৮, ২০২৫, ২:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৫, ১০:১৭ অপরাহ্ণ
তালার আটারোই কালভার্ট এখন মৃত কুপ

বি এম বাবলুর রহমান, তালা: মরণ ফাঁদে পরিণত হয়েছে তালার মধ্যে আটারোই কালভার্ট,এই কালভার্ট যেন এখন মৃত কুপ,দেখার কেউ নেই।
সরেজমিনে দেখা গেছে,সাতক্ষীরা তালা সদরের আটারোই গ্রামের মধ্যে আঠারোই জনবহুল এলাকার কালভার্ট টি ভেঙে পড়েছে। এলাকাবাসী বাঁশের চটা দিয়ে পর্টি মেরেছে।পাঁচ ছয় মাস আগে হঠাৎ কালভার্টের মাঝখান ভেঙে পড়ে এতে খেজুরবুনি বাজার ও আটারোই গ্রামের যোগাযোগ ব্যাবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। যোগাযোগ ব্যাবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় এলাকায় লোকজন বাঁশের চটা দিয়ে পর্টি মেরে ঢেকে দিয়েছেন । যার ফলে কোন রকম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। যে কোন সময়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে এই কালভার্টে। বাঁশের চটা ভেঙে পড়ে যে কোন সময়ে প্রাণহানি সম্ভবনা রয়েছে।
আঠারোই গ্রামের মোঃ হালিম সরদার ও মোঃ রিজাউল গোলদার বলেন মধ্যে আঠারোই প্রাথমিক বিদ্যালয় ও খেজুরবনিয়া জে এন এ পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে এই কালভার্ট পারাপার হচ্ছে। সাম্প্রতিক কয়েকজন ভাঙ্গার ভিতরে পড়ে আহত হয়েছে। তাঁরা দাবি আরো বলেন এটি অত্যন্ত জনবহুল এলাকা, প্রতিদিন হাজার হাজার লোক চলাচল করে এই রাস্তা দিয়ে, এক্ষুনি এখানে নতুন করে কালভার্ট তৈরি না করলে গর্তে পড়ে মানুষ মারা যেতে পারে। আটারোই গ্রামের শিক্ষক মোঃ নাসির উদ্দিন জানান এই কালভার্টের অবস্থা খুব শোচনীয়। চলাচল করা একদম অনুপযোগী। তিনি জনস্বার্থে বিষয়টি সুরাহা জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেছেন বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা