বি এম বাবলুর রহমান, তালা: খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাটমারচর গ্রামে আবারও প্রতারণাকালে ধরা পড়েছে প্রতারক মিতা।
জানা গেছে প্রতারক মিতা (৩০) সাতক্ষীরার তালা সদরের মীর আব্দুল ফিরোজের মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন এনজিও’র নাম ভাঙ্গিয়ে অর্থ নিয়ে প্রতারণা করে আসছিল। ইতিপূর্বে, সাতক্ষীরা, আশাশুনি, পাইকগাছাসহ বিভিন্ন জায়গায় সে প্রতারণা করার সময় একাধিকবার ধরা পড়ে জেলেও খেটেছে। তারপরও তার প্রতারণা পেশা ছেড়ে দেয়নি সে।
উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, মঙ্গলবার সকালে প্রতারক মিতা গরু দেওয়ার আশ্বাস দিয়ে প্রতিজনের কাছ থেকে ১,১২০ টাকা করে নিচ্ছিলেন। এমন প্রতারণার সময় তাকে হাতে নাতে ধরে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ দিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিতা প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা