
প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩, ২০২৫, ৪:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২৫, ৯:২৫ অপরাহ্ণ
তালার রহিমাবাদ-খাজরা-মোবারাকপুর সড়কটির বেহাল দশা

বি এম বাবলুর রহমান, তালা: তালা সদরের জনগুরুত্বপূর্ণ চলাচলের সড়কটি মারাত্নক ঝুকিপূর্ণ খাজরা, মোবারকপুর,রহিমাবাদ গ্রামের মানুষ চরম দুর্ভোগ পোয়াচ্ছেন।
তালা ব্রিজ মোড় হইতে সাধু পাড়ার মধ্য দিয়ে মোবারকপুর মোড়লপাড়া হয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ঢাকা অঞ্চল এর দায়িত্বে মোঃ ইউনুস আলী সরদারের বাড়ির সম্মুখ হয়ে তালা খলিলনগর রোডের সোনা বিশ্বাস এর বাড়ি পর্যন্ত প্রায় ১ কিঃ মিঃ রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। সড়টির পূর্ব প¦ার্শে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ ইদ্রিস আলী সরদারের বাড়ির সামনে ইটের রাস্তাটি ভেঙ্গে পুকুরের গর্ভে চলে গেছে।
ইতিমধ্যে উপজেলা পরিষদ থেকে সামান্য বরাদ্দে পুকুরের মধ্যে আংশিক ইটের গাথুনি দিয়ে নামমাত্র পাইলিং করা হয়েছে। জনগুরুত্বপূর্ণ রাস্তাটি তালা সদরের বাইপাস সড়ক হিসাবে ব্যবহৃত করার উপযোগী একটি গ্রামীণ সড়ক। জরুরী ভিত্তিতে সড়কটি কার্পেটিং দ্বারা উন্নয়ন প্রকল্পের আওতায় গ্রামীণ অবকাঠামো রক্ষানাবেক্ষণ উন্নয়ন প্রকল্প গ্রহণ করে কার্পেটিং দ্বারা উন্নয়ন করার জন্য দাবি জানানো হয়েছে।
ভোগান্তির স্বীকার এলাকাবাসী পক্ষ থেকে মোঃ আঃ সাত্তার মোড়ল,মোঃ নজরুল ইসলাম সরদার,আঃ সালাম সরদার, মোঃ আলাউদ্দিন মোড়ল, মোঃ একলাস মোড়ল, মোঃ মিনারুল শেখ, মোঃ কুদ্দুস মোড়ল, মোঃ বাহারুল ইসলাম মোড়ল, মোঃ রমজান আলী মোড়ল, মোঃ ফারুক সরদার জানান, তালা ব্রীজ মোড়ের দূর্গামন্দির ও জাহাঙ্গীর মেম্বার এর বাড়ির মোড় হইতে সোনা বিশ্বাসের বাড়ী সংলগ্ন পিচের মোড় পর্যন্ত গ্রামীণ রাস্তাটি ইটের সলিং দ্বারা নির্মাণ করা হয়। জরাজীর্ণ রাস্তাটি সংস্কারের অভাবে কথক কথক অংশে ভেঙে পুকুরের গর্ভে চলে গেছে। কিছু কিছু অংশ খাদের সৃষ্টি হয়েছে। পায়ে হেঁটে চলাচলের অনুউপযোগী হয়ে পড়েছে। মোটরসাইকেল,বাইসাইকেল,ইঞ্জিন ভ্যান,পায়ে চলা ভ্যান, প্রাইভেটকার কোন কিছুই উক্ত রাস্তা দিয়ে চলাচল করতে পারে না। এমনকি পায়ে হেঁটে চলাচল করার মত পরিবেশ নেই। তালা সদরের বেহাল দশা মুক্তি পেতে সাতক্ষীরা এলজিইডির নির্বাহী প্রকৌশলী, তালা উপজেলা প্রকৌশলী এলজিইডি,উপজেলা নির্বাহী অফিসার তালা ও সাবেক এমপি মোঃ হাবিবুল ইসলাম হাবিব এর সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী। রাস্তাটি চলতি অর্থ বৎসরে উন্নয়ন প্রকল্পের অন্তঃভুক্ত করা একান্ত জরুরি না হলে রাস্তাটি কয়েক অংশে পুকুরের মধ্যে বিলিন হয়ে যাওয়ার আশংকা রয়েছে। রাস্তাটি বিচ্ছিন্ন হয়ে গেলে চরম জনভোগান্তির স্বীকার হবে রহিমাবাদ,খাজরা,মোবারকপুর গ্রামের মানুষ।
সেকারণে জরুরি ভিত্তিতে এলজিইডি বিভাগের তালা উপজেলা প্রকৌশলী রথিন্দ্র নাথ হালদারের সাথে এ প্রতিবেদক রাস্তাটি দ্রুত বাস্তবায়নের জন্য দৃষ্টি আকর্ষন করলে তিনি জানান, ২০২৫-২৬ অর্থ বছর মাত্র শুরু হয়েছে। তিনি জনগুরত্বপূর্ন রাস্তাটি অতিদ্রুত পরিদর্শন পূর্বক ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা