বি এম বাবলুর রহমান, তালা: সাতক্ষীরা তালার খেশরা ইউনিয়নের শাহাপুর মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন রাজু গাজী (৩৬)’র দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে মাদ্রাসার শিক্ষক শরিফুল গাজী (৩৮) এর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় গ্রামবাসীর গনপিটুনিতে হামলাকারী রাজু নিহত হয়েছেন।
রবিবার বিকালে খেশরা ইউনিয়নের শাহাপুর মাদ্রাসার সম্মুখে এই ঘটনা ঘটে। নিহত হরিহরনগর গ্রামের বাসিন্দা মৃত মাওলানা আলিমুদ্দিন গাজীর ছেলে ও শাহাপুর মাদ্রাসার শিক্ষক শরিফুল গাজী (৩৮)। তিনি নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে হামলার শিকার হন।
স্থানীয় সূত্র ও খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন জানান, একই গ্রামের মোস্তফা ওরফে খোকন গাজীর মানসিক ভারসাম্যহীন ছেলে রাজু গাজী (৩৬) শিক্ষক শরিফুলকে ডেকে মাদ্রাসার সামনে নিয়ে আসে। সেখানে হঠাৎ করেই রাজু গাজী দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিক্ষক শরিফুলের। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে রাজুকে আটক করে গণপিটুনিতে ঘটনাস্থলেই তারও মৃত্যু ঘটে।
স্থানীয়রা জানান, রাজু গাজী (৩৬) এলাকায় মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন হিসেবে পরিচিত। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। গ্রামে বিরাজ করছে থমথমে পরিবেশ।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা