নিজস্ব প্রতিবেদক:তিতাস গ্যাস কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাইফুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ছা্ত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় জাতীয় পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার (২৫ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (টিজিটিডিসিএল)-এর পরিচালক হিসেবে সাইফুল ইসলামকে মনোনয়ন করা হলো।
তিনি এর আগে ঢাকা ইলেকক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিঃ(ডেসকো)এর পরিচালকের দায়িত্ব পালন করেন।এছাড়াও তিনি কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য ও এলিউরিং ফ্যাশন লিঃ রহিমা-মকবুল ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা