যায়যায়কাল ডেস্ক: তীব্র তাপপ্রবাহ এবং শক্তিশালী বাতাসের কারণে মধ্য ইসরায়েলের বেশ কয়েকটি স্থানে বড় ধরনের দাবানল ছড়িয়ে পড়েছে। বুধবার পুলিশ কেন্দ্রীয় বেশ কয়েকটি শহর খালি করে দিয়েছে।
গাড়িচালকদের তাদের যানবাহন পরিত্যাগ করতে বাধ্য করা হয়েছে। কারণ তাপমাত্রা বৃদ্ধি এবং তীব্র বাতাসের মধ্যে বেশ কয়েকটি ঝোপঝাড়ের আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
বেইত শেমেস এলাকার আগুনের কারণে এশতল, বেইত মেইর এবং মেসিলাত জিয়ন শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ জেরুজালেমে যাওয়ার জন্য এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ট্র্যাফিক রুট বন্ধ করে দিয়েছে।
প্রাথমিকভাবে আগুন কেন্দ্রীয় শহরের কাছে মোশাভ তারুমের কাছে ছড়িয়ে পড়ে। বিমানের সহায়তায় দলগুলি মাটিতে আগুন নেভানোর সময় প্রবল বাতাস আগুনকে আরও বাড়িয়ে তোলে। পুলিশ জনসাধারণকে সতর্কতা অবলম্বন করতে এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকতে বলেছে।
অগ্নিনির্বাপণ ও উদ্ধার কর্তৃপক্ষের একজন মুখপাত্র টাইমস অফ ইসরায়েলকে জানিয়েছেন, যে আগুনের ফলে নয়জন ব্যক্তি সামান্য আহত হয়েছেন, যার মধ্যে সাতজন দমকলকর্মী এবং দুইজন বেসামরিক নাগরিক রয়েছে। জেরুজালেম জুড়ে বাতাসে ধোঁয়া ছিল, সম্ভবত প্রায় ২৫ কিলোমিটার দূরে আগুনের কারণে। যার ফলে বায়ুর মানের স্তর হ্রাস পেয়েছে।
অগ্নিনির্বাপণ ও উদ্ধার কর্তৃপক্ষ আগুন নেভানোর জন্য ছয়টি জেলা থেকে অগ্নিনির্বাপকদের তালিকাভুক্ত করেছে এবং আইডিএফও আগুনের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা