

কৌশিক চৌধুরী, হিলি : আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয়, ভূমি কমিশন গঠন ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দিনাজপুরের নবাবগঞ্জে র্যালি ও মানববন্ধন করেছে সমতলের আদিবাসী শিক্ষার্থীরা।
সোমবার নবাবগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে আদিবাসী শিক্ষার্থীদের একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
এসময় সেখানে আদিবাসী শিক্ষার্থীদের একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মানববন্ধন থেকে বক্তারা আদিবাসীদের সকল দাবি মেনে নিতে বর্তমান সরকারের প্রতি আহ্বন জানান।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্বারকলিপি পেশ করা হয়।
এসময় আদিবাসী শিক্ষার্থী নেতারা সাংবাদিকদের বলেন, দেশের বিভিন্ন জায়গায় আদিবাসীদের উপর হামলাসহ অপ্রীতিকর বিভিন্ন ঘটনার খবর পাওয়া গেলেও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আদিবাসীদের উপর কোন হামলার ঘটনা ঘটেনি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা