খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর : দিনাজপুরের সদর উপজেলায় গণপিটুনিতে যুবক মারা গেছেন।
গত মঙ্গলবার সদর উপজেলার ২ নম্বর সুন্দরবন ইউনিয়নের ঝানজিরা শাহাপাড়া গ্রামের রাস্তা থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আয়নুল ইসলাম (৩৩) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে।
কোতোয়ালি থানার উপপরিদর্শক রবিউল ইসলাম জানান, ঝানজিরা গ্রামের রাস্তা থেকে আইনুলের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার রাতে ওই গ্রামের জাফরের বাড়ি থেকে চুরি করে পালাচ্ছিল তিন চোর। এ সময় আইনুলকে ধরে গ্রামবাসী। চুরির অভিযোগে আইনুলকে পিটুনি দেয় তারা। এতে তার মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে তিনটি মোবাইল ফোনসেট এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তিনটি মোবাইল ফোনের মধ্যে একটি আইনুলের অন্য দুটির মালিকানা দাবি করেছেন জাফরের পরিবারের সদস্যরা।
কোতোয়ালি থানার ওসি মো. ফরিদ হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা