
প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ১২:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২৫, ১০:৪৩ অপরাহ্ণ
দিনাজপুরে অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

খান মো. আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জেলা শহরের নিকটে ১৫ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা।
সোমবার বিকেল সাড়ে ৩টায় দিনাজপুর র্যাব-১৩ ক্যাম্পের জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
তিনি বলেন, আজ দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জেলা শহরের বেস্ট কেয়ার ডায়াগনষ্টিক সেন্টার এন্ড হাসপাতালের সামনে র্যাব সদস্যরা অভিযান পরিচালনা করেন। এসময় আসামীদের হাতে থাকা প্লাস্টিকের ব্যাগে রক্ষিত ১৫ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ৩ জন হলেন- নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার চাঁদপুর গ্রামের নিমাই চন্দ্র দাসের পুত্র রনি চন্দ্র দাস (৩৩), কুমিল্লা জেলার বরুড়া উপজেলার বদরপুর গ্রামের মো. আরিফুল ইসলামের স্ত্রী হাসিনা বেগম (২৯) ও দিনাজপুর খানসামা উপজেলার গোয়ালদিঘী গ্রামের সকি উদ্দীনের পুত্র মো. আজিবর রহমান (৫৫)।
সূত্র জানায়, গ্রেপ্তারকৃত আসামীদেরকে সোমবার বিকাল সাড়ে ৩টায় দিনাজপুর সদর কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।
কোতয়ালী থানার ওসি (পরিদর্শক) মো. মনিরুজ্জামান জানান, এই ঘটনায় র্যাব সদস্যদের পক্ষ থেকে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত ৩ জনকে আজ সন্ধার মধ্যে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদে জন্য রিমান্ডের আবেদন করা হবে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা