আ. মজিদ দিনাজপুর : দিনাজপুর শহরের নয়নপুর মির্জাপুর খ্রিস্টানপাড়ায় নিজ বাড়ি থেকে শান্তি রানী (৪৩) নামের এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা, ওই গৃহবধূর স্বামী তাকে হত্যা করে পালিয়ে গেছেন।
মঙ্গলবার দুপুরে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত শান্তি রানী নয়নপুর মির্জাপুর খ্রিস্টানপাড়ার স্বপন দাসের স্ত্রী।
দিনাজপুর কোতোয়ালি থানার এসআই আসাদুজ্জামান আসাদ জানান, দুপুরে মোবাইল ফোনে সংবাদ পেয়ে নয়নপুর মির্জাপুরে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে ওই বাড়ি থেকে পচা গন্ধ পান। পরে স্থানীদের সহযোগিতায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন এক নারীর অর্ধগলিত মরদেহ বিছানায় পড়ে আছে। বাড়িতে কেউ ছিলেন না। ছেলে-মেয়েদের বিয়ে হওয়ায় তারা বাড়িতে কেউ থাকেন না।
এলাকাবাসী ও নিহতের মেয়ে জানান, স্বপন দাস আরেকটি বিয়ে করেছেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা ছিল না। গত বৃহস্পতিবার তিনি স্ত্রীকে হত্যা করে ফেলে রেখে পালিয়েছেন বলে ধারণা স্থানীয়দের।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মনিরুজ্জামান মন্ডল জানান, এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করবেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা