প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ৪:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৯, ২০২৫, ৭:১৪ অপরাহ্ণ
দিনাজপুরে নিজ গুদামঘর থেকে ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

খাঁন মোঃ আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুর বিরল উপজেলায় জাকির হোসেন (৫০) নামের এক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় উপজেলার পিপল্লা গ্রামে ঢেরাপাটিয়া বাজার এলাকায় একটি গুদাম ঘর থেকে মরদেহটি উদ্ধার করেন বিরল থানা পুলিশ। নিহত জাকির হোসেন দিনাজপুর সদর উপজেলার বালুয়াডাঙ্গা এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, দুপুর থেকে জাকিরের মেয়ে তার বাবার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন। মোবাইল ফোন বন্ধ পেয়ে নানা এনায়েতকে জানান। মাগরিবের পরে এনায়েত হোসেন ঢেরাপাটিয়া বাজারে জাকিরের গুদাম ঘরে যান। সেসময় গুদামঘরের দরজা অল্প একটু খোলা ছিল। ভিতরে ছিল অন্ধকার। মোবাইলের আলো জ্বেলে তিনি জাকিরকে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং বিরল থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।
দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিন্নাহ আল মামুন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। নিহতের মাথা ও গলা রক্তে ভেজানো ছিল। সিআইডির একটি বিশেষ প্রতিনিধি দল ঘটনাস্থলে আসতেছেন। সুরতহালের পরে জানা যাবে। ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা