খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: উপজেলার হাট রামপুরের আদিবাসীপাড়ায় যাওয়ার ছোট রাস্তা থেকে এক ফেরিওয়ালার লাশ উদ্ধার করা হয়েছে।
গত সোমবার সকালে নিহত আল আমিনের লাশ উদ্ধার করা হয়। তিনি বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর গ্রামের পাবনা পাড়ার মৃত আবু তাহেরের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে পরিবার ও পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে বোচাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থান থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে।
বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান জাহিদ সরকার জানান, সকালে উপজেলা হাটরামপুর এলাকা থেকে এক ফেরিওয়ালার লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ নির্ণয় করার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা